জনবিচ্ছিন্ন হওয়া এমন কাজ থেকে বিরত থাকতে হবে: ইঞ্জিনিয়ার শ্যামল
মাইনুদ্দীন রুবেল, ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, সাধারণ মানুষের উপর নির্যাতন, নিপীড়ন ও অন্যায়ের কারণে আওয়ামী লীগ সরকার বিদায় হয়েছে। তাই জনবিচ্ছিন্ন হতে হবে এমন কাজ থেকে বিরত থাকতে বিএনপি দলীয় নেতা-কর্মীদের প্রতি তিনি আহবান জানান।
তিনি বলেন, বিগত সময়ে প্রশাসনকে উদ্দেশ্য করে সাধারণ মানুষের যেমন বক্তব্য ছিলো এখনো মানুষের কণ্ঠে একই বক্তব্য। তাই প্রশাসনকে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যার দুর্নাম বিএনপি বা ফ্যাসিস্ট সরকার উৎখাতে যারা ভূমিকা রেখেছে তাদের উপরে আসে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল নেতা- কর্মীকে জনসেবায় কাজ করতে হবে।
রবিবার সকালে স্থানীয় লোকনাথ উদ্যানে (টেংকেরপাড়) জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজতি দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নোমান মিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহ- সভাপতি শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ.বি.এম মমিনুল হক, জেলা ড্যাবের সভাপতি ডা. মকবুল হোসেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে এছাড়াও আরও উপস্থিত ছিলেন অ্যাড. গোলাপ, সৈয়দ তৈমুর, আতিকুল হক জালাল, রাশেদ কবির আখন্দ, অ্যাড. মাসুদ, জিয়াউল হক, সালাউদ্দিন আহম্মেদ, ইমন মিয়া, হানিফ মিয়া, আজাহার চৌধুরী দিদার, শেখ হাফিজুল্লাহ, মো. রাশেদ, জসিম মিয়া, তাজুল ইসলাম, অ্যাড. ইয়াছিন, তানভীর রুবেল, সাঈদ হাসান সানি, নাঈম ভূইয়া, নাজমুল হাসান সানি, এমদাদ সুমন, মোকাররম হোসেন আদি, মহিবুব ডিকন, রাশেদ সৌদাগর প্রমুখ। পরে রক্তদান কর্মসূচির মধ্যদিয়ে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, গাইনীসহ বিভিন্ন বিষয়ে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।
বিআলো/তুরাগ