• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জন্মসিদ্ধ অধিকারে নাগরিকত্ব অবসানের পথে যুক্তরাষ্ট্র 

     dailybangla 
    02nd Jul 2025 2:40 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্বাভাবিক প্রক্রিয়ায় নাগরিকত্ব পাওয়া অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ বা দেশকে হুমকির অভিযোগে দণ্ডিতদের নাগরিকত্ব বাতিলকে অগ্রাধিকার দিতে বিচার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডলইস্ট আই।

    ১১ জুন ২০২৫-এর নির্দেশনায় বলা হয়েছে, যাদের বিরুদ্ধে ‘জাতীয় নিরাপত্তার সম্ভাব্য হুমকির’ অভিযোগ আছে, তাদের নাগরিকত্ব বাতিলের ক্ষমতা শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর হাতে থাকবে।

    এর আওতায় প্রবাসী ফিলিস্তিনপন্থি অ্যাকটিভিস্ট মাহমুদ খলিলের গ্রিন কার্ড ইতোমধ্যেই বাতিল করা হয়েছে।

    শুধু যুদ্ধাপরাধ নয়, গ্যাং সদস্য, যৌন অপরাধ, আর্থিক জালিয়াতি বা অভিবাসন প্রক্রিয়ায় তথ্য গোপনের অভিযোগেও নাগরিকত্ব বাতিল করা হবে।

    এর পাশাপাশি, জন্মভিত্তিক নাগরিকত্বের উপরও আঘাত হেনেছে ট্রাম্প প্রশাসন। ১৪তম সংশোধনীর অধীনে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের অধিকার থাকলেও, ট্রাম্প ২০ জানুয়ারি নির্বাহী আদেশে অবৈধ অভিবাসী বা অস্থায়ী ভিসায় থাকা অভিভাবকের শিশুদের নাগরিকত্ব না দেওয়ার নির্দেশ দেন।

    আদালতের স্থগিতাদেশে এটি কার্যকর না হলেও সুপ্রিম কোর্টের রায়ে ‘নেশনওয়াইড ইনজাংশন’ বন্ধের পর ২৭ জুলাই থেকে আইন কার্যকরের পথে রয়েছে।

    এই পদক্ষেপের মধ্য দিয়ে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, নাগরিকত্ব থাকা অনেক হিস্পানিক বংশোদ্ভূত মার্কিন নাগরিক ভুলক্রমে গ্রেফতার হচ্ছেন, ভোটার তালিকা যাচাইয়ের জন্য নাগরিকদের তথ্য সংরক্ষণের জাতীয় ডেটাবেস তৈরি করেছে প্রশাসন।

    জাতীয় নিরাপত্তার নামে এই উদ্যোগ সমালোচকদের মতে, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ‘অভিবাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থার নীতি’ পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে।

    প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের জন্য জন্য উদ্বেগ

    যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি অভিবাসী এবং শিক্ষার্থীসহ বাংলাদেশি সম্প্রদায়ের জন্য এই নীতি উদ্বেগের কারণ হতে পারে।

    বিশেষ করে: যাদের নাগরিকত্ব প্রক্রিয়া চলছে, যারা অস্থায়ী ভিসা বা গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রে আছেন, যারা শিশু জন্মের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

    যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার পাশাপাশি আইনি পরামর্শ নেওয়া এবং নথিপত্র সঠিকভাবে হালনাগাদ ও সংরক্ষণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930