জবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে
আবুবকর সম্পদ,জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) এর ফিন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃজিহান কে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে।
আজ বুধবার (১ জানুয়ারি) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট(আই ই আর) বিভাগে এই ঘটনা ঘটে।মারধরে অভিযুক্ত হলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী রাইহান ও নাম না জানা কিছু শিক্ষার্থী।তারা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার অনুসারী বলে জানা যায়।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, আজকে ৩ টার দিকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER) ভবনের উপরে আমি এবং আমার এক বন্ধু দাড়িয়ে কথা বলতেছিলাম।সে সময় নিচে ছাত্রদলের পোলাপান তারা নিজেরা নিজেরা কি নিয়ে কথা কাটাকাটি চলতেছিল তখন আমার হাতে মোবাইল ছিল এবং তারা মনে করেছিল আমি ভিডিও করতেছি।কিন্তু আমি কোনো ভিডিও করি নাই এবং এটি তাদের জানাই। তারপরও এই মিথ্যা অভিযোগ নিয়ে তারা বেশ কয়েকজন আমাকে মারধর করে।তাদের মধ্য থেকে রাইয়ান নামের ১৭ ব্যাচের পদার্থবিদ্যা বিভাগের একজন আমারে চড় এবং লাথি মারে।
উক্ত বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, এই বিষয়ে আমি অবগত নই।রাইয়ান নামের কোনো ছেলেকে আমি চিনি না। উক্ত বিষয়ে জানতে চেয়ে জবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করে নি।অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/তুরাগ