জবি ছাত্রদলের ফিটনেস স্ক্রিনিং ও ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন
আবুবকর সম্পর, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফিটনেস স্ক্রিনিং ও ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) শহীদ সাজিদ ভবনের নিচতলায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে শিক্ষার্থীদের শারীরিক ফিটনেস পরীক্ষা এবং ঘাড়, কাঁধ, হাঁটু, পা ও পিঠের ব্যথা সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, “প্রাথমিকভাবে শিক্ষার্থীদের ঘাড়, কাঁধ, হাঁটু, পা এবং ব্যাকপেইনের চিকিৎসা দেওয়া হচ্ছে।”
একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, “ছাত্রদলের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ক্যাম্পাসে এ ধরনের মানবিক আয়োজন খুবই বিরল। আমরা আশা করি ভবিষ্যতেও তারা এরকম কার্যক্রম চালিয়ে যাবে।”
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে বড় কোনো হাসপাতাল নেই, তাই সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে আমরা এর আগেও মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি। আজকের ফিটনেস কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ছয়টি সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছি। যাদের ঘাড়, কাঁধ, হাঁটু, পা এবং ব্যাকপেইনের সমস্যা রয়েছে, তাদের বিভিন্ন বুথের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এসময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ



