জমি নিয়ে প্রাণ গেল দুই যুবকের: চাচা-ভাতিজার দ্বন্দ্বে রক্ত ঝরল রায়পুরায়
জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে খুন ভাতিজা — ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার
রায়পুরায় পারিবারিক জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, ঘটনাস্থলে পুলিশ সুপার—আটক তিনজন, উদ্ধার দা ও ছুরি
সীমা প্রধান: জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ এক পর্যায়ে রক্তাক্ত হত্যাকাণ্ডে গড়িয়েছে। রায়পুরার চরসুবুদ্ধি এলাকায় চাচার ছুরিকাঘাতে দুই ভাতিজার মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে বসতবাড়ির বেড়া ভাঙাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাচা আউয়াল মিয়ার পক্ষের লোকজন অর্তকিতভাবে ভাতিজা শাকিল (২২) ও ফুরা মিয়া (২৬)-এর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তারের নির্দেশ দেন। ইতোমধ্যে তিনজনকে আটক এবং হত্যায় ব্যবহৃত ৫টি দা ও ৪টি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিআলো/তুরাগ



