জয়পুরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশ
জয়পুরহাট প্রতিনিধি: ৮ দফা দাবিতে জয়পুরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাস গুপ্ত ও জয়পুরহাট জেলাসহ সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলি জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সাম্প্রদায়িক সহিংসতার অবসান ও ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
শনিবার (২ নভেম্বর) বিকালে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট পাচুর মোড় (শহিদ বিশাল) চত্বরে এসে শেষ হয়। পরে ঘণ্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক অ্যাড. নন্দ কিশোর আগরওয়ালার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাড. স্বপন তালুকদার, একই সংগঠনের পাঁচবিবি উপজেলা সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, আক্কেলপুর উপজেলা সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখারর সভাপতি অ্যাড, ঋষিকেশ সরকার, সনাতন জাগরণ মঞ্চ জেলা শাখার প্রধান সমন্বয়ক গোবিন্দ বাঁশফোর, সমন্বয়ক চৈতন্য চ্যাটার্জী, আনন্ত বর্মন, কল্যান বর্মন, পিয়াস মহন্ত প্রমুখ।
বিআলো/তুরাগ