• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    জয়পুরহাটে ১৪৪ ধারা জারি 

     dailybangla 
    02nd Nov 2024 12:29 am  |  অনলাইন সংস্করণ

    মো. নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট: জয়পুরহাটে একই সময়ে শহরের নতুনহাটে বিএনপির সম্মেলনের পক্ষে-বিপক্ষে দুই গ্রুপের কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

    গত বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর এ আদেশ জারি করেন। জারি করা আদেশে বলা হয়েছে, পহেলা নভেম্বর সকাল ৯টায় একই স্থান জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় একই সময়ে বিএনপির দুই গ্রুপ কাউন্সিল অধিবেশন আহবান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও জন সাধারণের জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনায় জয়পুরহাট শহরসহ সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়।

    এই আইনে পহেলা নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল প্রকার সমাবেশ, মিছিল, গণজমায়েত, মাইক ব্যবহার, সকল প্রকার আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষেধ ঘোষণা করা হয়। এ আদেশ অমান্য করলে তা দণ্ডবিধির ১৮৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

    এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম বলেন, বিএনপির দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছি। উল্লেখ্য, জয়পুরহাট জেলা বিএনপির একটি অংশকে বাদ দিয়ে আগামী ১ নভেম্বর শুক্রবার জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সম্মেলন আহ্বান করা হয়। অপর পক্ষের নেতাকর্মীরা গত কয়েকদিন থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হামলা ভাঙচুর হয়েছে। জেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও সমর্থকরা। তারা সেই সম্মেলন বাতিলের দাবি জানিয়ে আসছিল।

    বিআলো/তুরাগ 

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031