জয় দিয়ে মাল্টিমিডিয়া জার্নালিষ্ট ক্রিকেট টুর্নামেন্ট শুরু করলো এ.এস ওয়ারিয়র্স
ইবনে ফরহাদ তুরাগঃ দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোর মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘মাল্টিমিডিয়া জার্নালিষ্ট ক্রিকেট লীগ-২০২৪’ (সিজন-২) পাওয়ার্ড বাই পিপল এন টেক আজকের খেলায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ‘রয়েল ভিক্টোরিয়ানস’কে ১৪ রানে হারিয়ে টুর্নামেন্টে জয় দিয়ে আসর শুরু করলো টিম ‘এ.এস ওয়ারিয়র্স’।
আজ ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হল ক্রিকেট গ্রাউন্ড মাঠে দুই দলের মুখোমুখিতে ‘রয়েল ভিক্টোরিয়ানস’এর বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ক্যাপ্টেইন আরমান হোসেনের ডিপেন্ডিং ৩৪ বলে ৪২ রান এবং রানার ১৩ বলে ২৪ রান এর বিদ্ধংশী ব্যাটিং-এ নির্ধারিত ১০ ওভারে ১০৮ রান করেন এ.এস ওয়ারিয়র্স।
জবাবে ১০৯ রানের টার্গেট-এ ব্যাটিং করতে নেমে শুরুতে ৫ ওভারে ২ উইকেটে ৬৫ রান করে ‘রয়েল ভিক্টোরিয়ানস’। অবশেষে জয়ের জন্য ৫ ওভারে ৪৪ সংগ্রহ করতে নেমে ক্যাপ্টিন আরমান হোসেনের ১৯/৩ উইকেট, এম.এছ রনির ২৬/২ উইকেট ও অর্নবের ২ ওভারে ১২ রানের টাইড বোলিং-এ চাপে পড়ে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ৯৪ রান করতে সক্ষম হয় রয়েল ভিক্টোরিয়ানস। এতে খেলায় ১৪ রানে জয়লাভ করে এ.এস ওয়ারিয়র্স।
বিজয়ী দল এ.এস ওয়ারিয়র্স-এর ক্যাপ্টেইন আরমান হোসেন বলেন, আমরা জয়ের লক্ষ নিয়েই মাঠে নেমেছি, আমাদের প্লেয়াররা ভালো পারফর্ম করতে পেরেছে, আমরা দলীয় নৈপুণ্যে খেলায় জিতেছি। জয় দিয়ে গ্রুপ টুর্নামেন্ট শুরু করায় আমাদের প্লেয়াররা প্রচুর আত্নবিশ্বাসী হয়ে উঠেছে। আশা করছি পরবর্তী ম্যাচে পারফর্ম ধরে রেখে জয়ের ধারা অব্যাহত রাখবো।
আগামীকাল ১৮ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে একই ভেন্যুতে পরবর্তী ক্রিকেট খেলায় এ.এস ওয়ারিয়র্স এর মুখোমুখি হবে ‘কন্টেন্ট কিংস’।
প্রসঙ্গত, আজ ১৭ ডিসেম্বর-২০২৪ থেকে মাঠে গড়িয়েছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লীগ-২০২৪ (সিজন ২)। আগামী ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের ২য় আসর। একই সঙ্গে সেদিন টুর্নামেন্টে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হবে।
টুর্নামেন্টের ফাইনালসহ প্রতিটি ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ক্রিকেট গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে। দুই গ্রুপে মোট ৮টি দল এবারের আসরে অংশ নিচ্ছে। দুই দিনের রাউন্ড টেবিল খেলার মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪ টি ৩য় দিন সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচে অংশ নিবেন।
অন্যদিকে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ১২০ জন মাল্টিমিডিয়া জার্নালিস্ট। যারা বর্তমানে দেশের প্রথম সারির দৈনিক জাতীয় পত্রিকা, অনলাইন গণমাধ্যম, টেলিভিশন চ্যানেলে কর্মরত রয়েছেন। এছাড়াও বেশ কিছু নিউজ কন্টেন্ট ক্রিয়েটররাও বিভিন্ন দলে অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে এবারের আসরে।
বিআলো/নিউজ