জয় বাংলা’ স্লোগান দিয়ে ক্ষমা চাইলেন প্রধান শিক্ষক
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে পড়েছেন অমরেশ চন্দ্র বিশ্বাস নামের এক প্রধান শিক্ষক। পরে প্রকাশ্যে ক্ষমা চান তিনি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেস ক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন এ ঘটনা ঘটে। এ সময় বক্তারা শিক্ষকদের লাঞ্ছিতকারী সেসিপ কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত শিক্ষা কর্মকর্তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কর্মবিরতি অব্যাহত রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা। এদিকে মানববন্ধনে বক্তব্যের সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জহুরুল ইসলাম নামে এক সিনিয়র শিক্ষকের তোপের মুখে পড়েন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস। পরে তিনি ভুল শিকার করে প্রকাশ্যে ক্ষমা চান।
মানববন্ধনে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জেল হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহাবুব ইসলাম, আরাফাত আহমেদ, শওকত মৃধা, নুরতাজ তাজিয়া, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলাম, প্রবীর কুমার সেন, শাহেদ আলী ও ফজলুল হক গোলাপ প্রমুখ বক্তব্য রাখেন।
বিআলো/তুরাগ