জলাশয়ে মিলল বিরল প্রজাতির মাছ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জলাশয়ে বিদ্যুৎ সাওজাল (৩৫) নামে এক সৌখিন জেলের জালে উঠে এলো বিরল প্রজাতির সাকার মাছ। মাছটি ১৬ ইঞ্চি লম্বা ও ৮০০ গ্রাম ওজনের। বিরল প্রজাতির এ মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা তার বাড়িতে ভিড় জমান।
মঙ্গলবার মঠবাড়িয়া পৌর শহরে বাড়ির সামনের জলাশয় থেকে তিনি মাছটি ধরেন।
বিদ্যুৎ সাওজাল মঠবাড়িয়া পৌর শহরের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের কাউন্সিলর মঞ্জু রানীর ছেলে।
বিদ্যুৎ সাওজাল জানান, সম্প্রতি অব্যাহত ভারি বর্ষণে এলাকার মাঠঘাট পানিতে তলিয়ে যায়। শখের বসে সোমবার রাতে বাড়ির সামনের জলাশায় মাছ শিকারের জন্য জাল ফেলেন। মঙ্গলবার সকালে ওই জাল তুলতে গেলে রুই, পুঁটি, তেলাপিয়া ও শোলসহ অসংখ্য মাছের পাশাপশি বিরল প্রজাতির সাকার মাছটি ভেসে ওঠে।
বিরল প্রজাতির এ মাছ ধরা পড়ার খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে এটি এক নজর দেখতে উৎসুক জনতা তার বাড়িতে ভিড় জমান।
স্থানীয় বাসিন্দা ফাহিমা আক্তার জানান, এ রকমের মাছ দেখে আমি প্রথমে ভয় পেয়েছিলাম। কারণ এর আগে এ রকমের মাছ দেখিনি এবং মাছের নামটিও জানা ছিল না।
মঠবাড়িয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, ‘সাকার’ নামের বিরল প্রজাতির মাছটি বন্যার পালিতে ভেসে এসেছে। মাঝে মাঝে এ ধরনের মাছ পাওয়ার খবর পাওয়া যায়।