• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জাঁকজমক আয়োজনে শুরু হলো শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫ 

     dailybangla 
    28th Dec 2025 3:15 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, শৃঙ্খলা ও বন্ধুত্বপূর্ণ করপোরেট সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫।

    রাজধানীর পুতুলবাড়ি রেস্টুরেন্টে শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত জার্সি উন্মোচন ও খেলার লটারি অনুষ্ঠানে শেয়ারবাজার সংশ্লিষ্ট করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর স্বাগত বক্তব্যে টুর্নামেন্টের আয়োজক ডেইলি শেয়ারবাজার ডটকম–এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল হক রনি বলেন, ‘শেয়ারবাজার করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য হলো শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীদের একত্রিত করা এবং খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। প্রতিদিনের কর্মব্যস্ততা ও মানসিক চাপের বাইরে এসে সবাই যেন একটি সুস্থ, ইতিবাচক ও আনন্দঘন পরিবেশে মিলিত হতে পারেন—এই ভাবনা থেকেই এই আয়োজন।’

    তিনি আরও বলেন, ‘শেয়ারবাজার করপোরেট ক্রিকেট আজ একটি টুর্নামেন্টের গণ্ডি পেরিয়ে শেয়ারবাজার পরিবারের একটি মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতি বছর অংশগ্রহণকারীদের আগ্রহ ও সাড়া আমাদের আরও সুন্দর, সুশৃঙ্খল ও পেশাদার আয়োজন উপহার দিতে অনুপ্রাণিত করে।’

    অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মঞ্জুরুল হক রনি বলেন, ‘এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই আয়োজন কখনোই সফল হতো না।’

    স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও তুলে ধরে তিনি বলেন, ‘যেসব প্রতিষ্ঠান স্পন্সর ও সহযোগী হিসেবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের আন্তরিক সহযোগিতা ও আস্থাই আমাদেরকে বড় পরিসরে মানসম্মত আয়োজন করতে উৎসাহ দিচ্ছে।’

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেয়ারবাজার ও অর্থনীতি বিষয়ক নিউজ পোর্টাল বিজনেস জার্নাল–এর প্রকাশক ও সম্পাদক হাসান কবির জনি। তিনি বলেন, ‘শেয়ারবাজার করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। প্রতিদিনের পেশাগত ব্যস্ততা ও মানসিক চাপের মধ্যেও খেলাধুলার মাধ্যমে শেয়ারবাজার সংশ্লিষ্ট মানুষদের এক ছাদের নিচে আনার এই উদ্যোগ সত্যিই ব্যতিক্রম।’

    তিনি আরও বলেন, ‘করপোরেট সংস্কৃতিতে শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্ট সেই প্রয়োজনীয়তারই বাস্তব প্রতিফলন। আমার বন্ধু মঞ্জুরুল হক রনির এই উদ্যোগ ইতোমধ্যেই একটি মর্যাদাপূর্ণ ও গ্রহণযোগ্য আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’

    আরটিভির রিপোর্টার রনি মজুমদার তাঁর বক্তব্যে বলেন,
    ‘শেয়ারবাজার করপোরেট ক্রিকেট একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে যে সৌহার্দ্য তৈরি হচ্ছে, তা শেয়ারবাজারকে আরও মানবিক ও প্রাণবন্ত করে তুলবে।’

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের আলো–র বিশেষ প্রতিনিধি কাঞ্চন চৌধুরী সুমন, ডিজিটাল বিভাগের ইনচার্জ ইবনে ফরহাদ তুরাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদুন্নবি বিপ্লব, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড–এর কোম্পানি সেক্রেটারি শ্যামল মল্লিক এফসিএস, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড–এর কোম্পানি সেক্রেটারি মিজানুর রহমান এফসিএস এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জাকির হোসেন মাঝি।

    বিশেষ অতিথিদের বক্তব্য পর্ব শেষে খেলার নিয়ম-কানুন ও বিধি-বিধান নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় আয়োজক মঞ্জুরুল হক রনি অংশগ্রহণকারী দলগুলোর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং টুর্নামেন্টের নিয়মাবলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
    পরে বহুল প্রতীক্ষিত খেলার লটারির মাধ্যমে দলগুলোর ম্যাচ সূচি নির্ধারণ করা হয়। লটারি শেষে আনুষ্ঠানিকভাবে শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫–এর জার্সি উন্মোচন করা হয়।

    এবারের টুর্নামেন্টে মোট ৮টি করপোরেট দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো—

    মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, লঙ্কাবাংলা সিকিউরিটিজ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ফাইন্যান্স, ব্র্যাক ইপিএল, নাভানা ফার্মাসিউটিক্যালস এবং নিটল ইন্স্যুরেন্স পিএলসি।

    আয়োজকরা আশা প্রকাশ করেন, শেয়ারবাজার করপোরেট ক্রিকেট সিজন–৫ শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্য, পেশাগত সম্পর্ক ও সুস্থ বিনোদনের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031