জাতীয় নির্বাচন ও গণভোট আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর জেলা প্রশাসক রায়হান কবির
মনিরুল ইসলাম মনির: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রায়হান কবির জানিয়েছেন, ভোটারদের আস্থা ফিরিয়ে এনে একটি গ্রহণযোগ্য ও ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়াই প্রশাসনের প্রধান লক্ষ্য।
এ লক্ষ্যে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির জেলার একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটার উপস্থিতি, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, “শুধু নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না, ভোটকেন্দ্রের প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনাই আমাদের বড় চ্যালেঞ্জ।” তিনি সকল কর্মকর্তাকে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে—সে যেই হোক না কেন। এ লক্ষ্যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নারীদের ভোটকেন্দ্রে অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, “নারীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। এই নির্বাচন শুধু একটি দায়িত্ব নয়—এটি একটি ঐতিহাসিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলায় নির্বাচনকে ঘিরে যেকোনো সহিংসতা, সন্ত্রাস, গুজব বা প্রভাব বিস্তারের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। জেলা প্রশাসন ও সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য তুলে ধরে জেলা প্রশাসক বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। “প্রশাসন কোনো ব্যক্তির পক্ষে নয়; প্রশাসন থাকবে সংবিধান, আইন ও জনগণের পক্ষে।”
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে যৌথ বাহিনীর নিয়মিত অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি। অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং ও পেশাদার অপরাধীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা করলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। তিনি সবাইকে তথ্য যাচাই ছাড়া শেয়ার না করার অনুরোধ জানান।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার-ভিডিপি, র্যাবসহ অন্যান্য সহায়ক বাহিনী মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণের আগের দিন থেকে ফলাফল ঘোষণার পর পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয় বজায় থাকবে।
শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত উদ্যোগ, পেশাদারিত্ব ও কঠোর নজরদারির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলায় একটি অবাধ, শান্তিপূর্ণ, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়েই এই নির্বাচন সম্পন্ন করতে চায় প্রশাসন।
বিআলো/তুরাগ



