জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শেখ
চাঁদপুর প্রতিনিধি: জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব জসিম উদ্দিন শেখ। চাঁদপুরে সমবায় আন্দোলনের অগ্রপথিক জসীম উদ্দীন শেখের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ায় দেশের সমবায় আন্দোলনে ইতিবাচক প্রতিফলন আসবে বলে সমবায়ীদের ধারণা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ সমবায় ব্যাংক ভবনের ট্রেনিং সেন্টারে বিশেষ সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। এছাড়া সভাপতি পদে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। তাদের অভিজ্ঞতা এবং নেতৃত্বের প্রতি আস্থা রেখে সমবায় প্রতিনিধিরা দেশের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাদের নির্বাচিত করেন।
চাঁদপুর চান্দ্রা শিক্ষিত বেকার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন শেখ দেশের সমবায় আন্দোলনে দু যুগের অধিক সময় ভূমিকা রেখে আসছেন। তার প্রতিষ্ঠানটি একাধিকবার জাতীয় সমবায় পুরস্কার লাভ করে।
জসিম উদ্দিন শেখ জানান, সমবায় আন্দোলন কেবল একটি অর্থনৈতিক উদ্যোগ নয়, এটি একটি সামাজিক আন্দোলন। দেশের প্রতিটি প্রান্তে সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্পদ সম্ভব।আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই । আমাদের লক্ষ্য হবে সমবায়ীদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের আর্থিক সুরক্ষা প্রদান করা।
বিআলো/শিলি