জাপানি ভাষা শিক্ষা স্কুল এখন ঝালকাঠিতে
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: “জাপানি ভাষা শিখুন, স্থায়ীভাবে ক্যারিয়ার গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠি সরকারি কলেজের হলরুমে ৪ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় *জাপানি ভাষা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা* শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে JB Samurai Nihongo Gakko। সেমিনারে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রিন্সিপাল ফুমিহিতো সাতো, সিইও মিরাজ মাহমুদ, প্রশিক্ষক ইউকি কাসামাতসু, শিক্ষক মেহরাব হোসেন, আইটি অফিসার মাসুম বিল্লাহ টিটু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠির প্রধান সমন্বয়ক ও তরুণ ছাত্রদল নেতা আবির লস্কর এবং প্রশিক্ষণার্থী ফারিয়া আক্তার মিম।
বক্তারা বলেন, জাপানি ভাষা শেখার মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি চাকরি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে ক্যারিয়ার গড়ার সুযোগ বাড়বে, যা দেশের বৈদেশিক আয় বৃদ্ধির পাশাপাশি বেকারত্ব কমাতেও ভূমিকা রাখবে।
আগামী ১০ ডিসেম্বর থেকে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত ক্যাম্পাসে তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে। তিন মাস মেয়াদী এই কোর্সে শিক্ষার্থীদের জন্য বিশেষ ডিসকাউন্ট সুবিধা রাখা হয়েছে।
ভর্তি ও যোগাযোগ
JB Samurai ঝালকাঠি অফিস: ডিসি অফিসের বিপরীত পাশে
মোবাইল: ০১৩৩৮৮১৯২০৩
ঢাকা অফিস: শেওড়াপাড়া, ৩২৭ নং মেট্রো পিলারের পাশে



