জামালপুরে সামাজিক সচেতন ৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার
সুমন সরদার: জামালপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এর সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, অপহরণ, বডি শেমিং, সাইবার বুলিং, মাদক, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও, সভায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের নিকট হতে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ, অভিমত লিখিত আকারে দাখিলের জন্য আহবান করা হয়। তৎপ্রেক্ষিতে, ছাত্র-ছাত্রীদের নিকট হতে প্রাপ্ত লিখিত পরামর্শ, অভিমত সমূহের মধ্যে ৩ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদানের জন্য বাছাই করা হয়। ১. মহসিন হোসেন মিরাজ, অনার্স প্রথম বর্ষ, রোল নং-৩০২৩, উদ্ভিদবিদ্যা বিভাগ, সেশন:২০২৩-২৪, তাসনিয়া বিনতে আরিফ, বিজ্ঞান বিভাগ, একাদশ শ্রেণি, রোল নং-১২০২৪২৫০১০০০১, মো. ফাহাদ, বিজ্ঞান বিভাগ, একাদশ শ্রেণী, রোল নং-১২০২৪২৫০১০৩৪৪।
১৫ মে বৃহস্পতিবার বেলা সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ এর অফিস কক্ষে উপরোল্লিখিত ৩ জন ছাত্র-ছাত্রীকে পুলিশ সুপার পুরস্কার প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম এন্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, ওসি ডিবি-১ মো. নাজমুস সাকিব, সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সাংসদের সেক্রেটারি মো. রেজাউল করিমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ



