জাহানারার যৌন হয়রানির অভিযোগে বিসিবির তদন্ত কমিটি
dailybangla
07th Nov 2025 9:50 am | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে তদন্তে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি কমিটি গঠন করেছে বোর্ড, যারা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক ইউটিউব সাক্ষাৎকারে জাহানারা জানান, জাতীয় দলে থাকার সময় সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের অশালীন প্রস্তাবের শিকার হয়েছিলেন তিনি।
অভিযোগ প্রকাশের পর বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং প্রাপ্ত তথ্যানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিআলো/শিলি



