জিয়ার মাজার জিয়ারতের পর কাপ্তাইয়ে জনসমুদ্র, নির্বাচনী মাঠে শক্ত বার্তা দিলেন দীপেন দেওয়ান
আব্দুল হাই খোকন, রাঙ্গামাটি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এরপর কাপ্তাইয়ের বড়ইছড়ি কর্ণফুলী স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তার প্রতি সমর্থন জানান।
দীপেন দেওয়ান সভায় বলেন, নির্বাচিত হলে কাপ্তাইকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। চন্দ্রঘোনা–রাইখালী ব্রিজ নির্মাণ, কেপিএম ও কেআরসি চালুকরণ, কর্ণফুলী সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরসহ সব প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, “এই আসন কোনো ব্যক্তি বা দলের নয়, এটি জনগনের আসন। পাহাড়ি-বাঙালি বিভাজন নয়, ঐক্যের রাজনীতির মধ্য দিয়ে রাঙ্গামাটিকে এগিয়ে নিতে হবে।”
সভায় স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। বিশেষভাবে তন্চংগ্যা সম্প্রদায়ের ৫০ জন নারী-পুরুষ দীপেন দেওয়ানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
নেতারা জানিয়েছেন, এই জনসভা নির্বাচনী প্রচারণায় নতুন উদ্দীপনা যোগ করেছে এবং ভবিষ্যতে আরও বড় কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বিআলো/তুরাগ



