• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জিয়া সড়কে ১৭ বছরের উন্নয়নবঞ্চনা: বরিশালে সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান 

     dailybangla 
    01st Jul 2025 11:27 pm  |  অনলাইন সংস্করণ

    বরিশাল ব্যুরো: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় টানা ১৭ বছর ধরে কোনো ধরনের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। দীর্ঘদিনের অবহেলার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন শেষে সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

    গত ২৭ জুন শুক্রবার জুমার নামাজের পর জিয়া সড়কের বাইতুল মদিনা জামে মসজিদের সামনে এলাকাবাসী এক মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি আয়োজন করেন। সেই ধারাবাহিকতায় ১ জুলাই মঙ্গলবার, জিয়া সড়কের বাসিন্দাদের পক্ষ থেকে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

    স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বরিশাল প্রতিনিধি সাংবাদিক মো. নুরুজ্জামান হীরা, এবং দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মো. মেহেদী হাসান।

    স্মারকলিপিতে এলাকাবাসীর পক্ষে ভাঙাচোরা রাস্তার জরুরি সংস্কার এবং দীর্ঘদিন ধরে অচল থাকা ড্রেনেজ ব্যবস্থার পুনর্নির্মাণের দাবি জানানো হয়।

    এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, আমরা জিয়া সড়কের সমস্যা সম্পর্কে অবগত এবং এলাকাবাসীর মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির খবর পেয়েছি। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এবং সমস্যার দ্রুত সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, বরিশাল নগরীর একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা হিসেবে পরিচিত জিয়া সড়ক। কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে সেখানে কোনো সড়ক মেরামত বা ড্রেনেজ উন্নয়নকাজ না হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন। বর্ষা মৌসুমে পানি জমে সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ে, পাশাপাশি নোংরা পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে এলাকাবাসী।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031