• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    জি-৭ সম্মেলনে যোগ দিতে ইতালি যাচ্ছেন নরেন্দ্র মোদি 

     dailybangla 
    12th Jun 2024 3:23 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী বৃহস্পতিবার (১৩ জুন) ইতালি যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১১ জুন) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

    প্রতিবেদনে বলা হয়, জি-৭ শীর্ষ সম্মেলনটি বৃহস্পতিবার (১৩ জুন) থেকে শনিবার (১৫ জুন) ইতালির আপুলিয়া অঞ্চলে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইসরাইল-গাজা সংঘাতসহ বৈশ্বিক কূটনীতি নিয়ে আলোচনা করা হবে।

    সোমবার (১০ জুন) থেকেই তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে হিসেবে পথ চলা শুরু করেছেন নরেন্দ্র মোদি। এরপর প্রথম বিদেশ সফর হিসেবে তিনি ইতালিতে আয়োজিত জি-৭ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।

    মোদির এ সফরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বৃহস্পতিবার ইতালির উদ্দেশে রওনা দেবেন তিনি। আর পরদিন শুক্রবার (১৪ জুন) ভারতে ফিরে আসবে। এ সফরে মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে মোদির ইতালি সফর নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    গত বছরের মে মাসে জাপানের হিরোশিমায় আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    জি-৭ এর সদস্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, কানাডা ও জাপান।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2024
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031