জীবনের নিরাপত্তা চেয়ে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে নিরাপত্তা চেয়ে এক মাদ্রাসা সুপার সংবাদ সম্মেলন করেছেন। তিনি কালীগঞ্জ উপজেলার হাড়িশ্বহর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মোজাহেরুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ১৯৯৯ সালে এই প্রত্যন্ত অঞ্চলে হাড়িশ্বহর আদর্শ দাখিল মাদ্রাসাটি স্থানীয় লোকজন প্রতিষ্ঠা করেন। যা ২০২২ সালে এমপিওভুক্ত হয়। দীর্ঘ ২২ বছর এমপিও না থাকায় মানবেতর জীবনযাপন করে শিক্ষকরা। স্থানীয় বিভি- ন্ন কুচক্রী মহল মাদ্রাসায় চাকরি লাভের আশায় বিভিন্নভাবে আমাকে চাপ প্রয়োগ করতে থাকে। আমি তাদের কোন কথা না শোনায় গত কিছুদিন থেকে মাদ্রাসাটির প্রতি স্থানীয় কুচক্রী মহলের কুনজর পড়ে।
এরই ধারাবাহিকতায় গত রবিবার (২০ অক্টোবর) স্থানীয় লোকজন আমাকে আঘাতের উদ্দেশ্যে মাদ্রাসায় হামলা চালায়। এতে মাদ্রাসার কয়েকজন ছাত্র-ছাত্রী আহত হয়। শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। এ সময় আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন তথ্য পরিবেশন করে সোশ্যাল মিডিয়াসহ নাম সর্বস্ব অনলাইন পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়। যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দুষ্কৃতিকারীদের এমন কর্মকাণ্ডে বিদ্যালয়ের আশপাশের লোকজন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতিসহ শিক্ষার পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা করছেন। আমি নিজে এমন দুর্বৃত্তের হাতে লাঞ্ছিতের আশঙ্কা করছি।
এ ব্যাপারে আমি আইনগত যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি। মাদ্রাসা সুপার জানান, তিনি বাড়ি থেকে ১৪ কিলোমিটার দূরে মাদ্রাসায় নিয়মিত যান। এখানে তার আত্মীয়স্বজন বলতে কেউ নেই। যারা অতীতে মাদ্রাসার ভালো চাইনি তারা আজকে এই প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করায় আওয়ামী লীগ সরকারের আমলেও তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। বৈষম্যের নতুন বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দলছুট নেতাদের নিয়ে মাদ্রাসার উন্নয়ন বাধাগ্রস্ত করার পাঁয়তারা চলছে।
তিনি জানান, বর্তমানে নিয়মিত মাদ্রাসা যাতায়াত করলেও যেকোনো সময় অতর্কিত হামলা হতে পারে বলে তিনি শঙ্কিত রয়েছি। এসব বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।
বিআলো/তুরাগ