• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    জীবিত থাকতেই কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষায় হানিফ 

     dailybangla 
    11th Jun 2024 10:56 pm  |  অনলাইন সংস্করণ

    বকতিয়ার সিকদারঃ মৃত্যুর পর মানুষের মরদেহ দাফনের জন্য কবর খুঁড়া হলেও জীবিত থাকতেই কবর খুঁড়ে চারপাশ পাকা করে মৃত্যুর অপেক্ষায় রয়েছেন ৮০ বছর বয়সী মো. হানিফ। হানিফের এমন কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে কৌতূহল।

    ঘটনাটি ঘটেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের মোজাফ্ফর আহমদের বাড়িতে। মো. হানিফ ওই বাড়ির মরহুম মোজাফ্ফর আহমদের ছেলে। নিজের জন্য কবর তৈরি করা হানিফ স্থানীয়ভাবে জমিদার ডাক্তার নামে পরিচিত। তিনি চার ছেলে ও পাঁচ মেয়ের জনক। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাড়ির মধ্যে বিশাল পাকা ঘর। ঘরের ডান পাশে মাটি খনন করে মাটির তলদেশ থেকে ইটের গাঁথুনি দিয়ে তলদেশ থেকে তৈরি হচ্ছে বিশালাকৃতির কবর। কবর নির্মাণকাজে পাশে বসে তদারকি করছেন আর কথার ফাঁকে ফাঁকে চোখের পানি মুচছেন বৃদ্ধ হানিফ। কবর খুঁড়া শেষে এখন অপেক্ষা মৃত্যুর। জানা গেছে, হানিফ চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ দরবার শরীফের মাওলানা খাইরুল বাশার ফারুকীর একজন খলিফা।

    মাইজভাণ্ডার দরবার শরীফে তিনি ৫৫ বছরেরও অধিক সময় ধরে জড়িত। প্রতি বছর আরবি রবিউস সানি চন্দ্র মাসের ১১ তারিখে পারিবারিকভাবে নিজ বাড়িতে উরসের আয়োজন করে আসছেন তিনি। বিভিন্ন অঞ্চলে তার রয়েছে প্রায় ৩০ হাজার মুরিদ। বৃদ্ধ মো. হানিফ বলেন, আমার ক্রয়কৃত নিজস্ব জায়গায় আমি আমার কবর তৈরি করছি। মৃত্যুর পরে ভক্তরা মাজার তৈরি করে তা জেয়ারত করবে। হানিফের ছেলে শাহাবুদ্দিন বলেন, আমার বাবা দীর্ঘদিন মাইজভাণ্ডার তরিকায় হাজার হাজার আশেকান সৃষ্টি করেছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031