জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তিতে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি
dailybangla
26th Jan 2026 12:45 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা না করার বিধান রেখে একটি অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি।
‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ অনুযায়ী, রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে সংঘটিত কার্যাবলীর জন্য গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, এ সংক্রান্ত সব চলমান মামলা প্রত্যাহার হবে এবং নতুন কোনো মামলা দায়ের করা যাবে না।
তবে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত করবে।
তদন্তে যদি অপরাধমূলক অপব্যবহারের প্রমাণ মেলে, তাহলে বিষয়টি আদালতে পাঠানো হবে। আর রাজনৈতিক প্রতিরোধ হিসেবে বিবেচিত হলে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়ার ক্ষমতা থাকবে কমিশনের।
বিআলো/শিলি



