জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তথ্য মন্ত্রণালয়ের পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
এ উপলক্ষে প্রকাশিত ১০টি পোস্টারেই উঠে এসেছে ৭০’র দশকের ঐতিহাসিক ওই গণঅভ্যুত্থানের চিত্র ও তাৎপর্য। এ সময় ‘নোটস অন জুলাই’ শিরোনামে একটি পোস্টকার্ডও প্রকাশ করা হয়, যেখানে সাধারণ মানুষ তাদের স্মৃতি ও মতামত লিখে পাঠাতে পারবেন।
তথ্য উপদেষ্টা বলেন, এই পোস্টকার্ডের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। তাদের অভিমত আমরা গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখব এবং সংরক্ষণ করব।
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান উপদেষ্টা। এর মধ্যে রয়েছে মাঠপর্যায়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, পোস্টার বিতরণ ও প্রদর্শনী আয়োজন।
তিনি বলেন, জেলা তথ্য অফিসসমূহ ইতোমধ্যে স্থানীয়ভাবে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। আমরা চাচ্ছি কেন্দ্রীয় উদ্যোগের পাশাপাশি মাঠপর্যায়ে ব্যাপক গণসচেতনতা তৈরি হোক।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস