‘জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে’
নিজস্ব প্রতিবেদক: জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
শফিকুল আলম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশকিছু কথা শুনেছি। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হবে। এটা নিয়ে সামনে কিছু অগ্রগতি দেখা যাবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র জারি করা হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি বলেও জানান তিনি।
এদিকে বিগত আওয়ামী সরকারের আমলের টর্চার সেল হিসেবে পরিচয় পাওয়া ‘আয়নাঘর’ সরেজমিনে পরিদর্শনের জন্য গণমাধ্যমকে সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রেসসচিব।
তিনি বলেন, ‘আয়নাঘরে’ গণমাধ্যমকর্মীদের পরিদর্শনের সুযোগ করে দেয়া হবে। সেখানে গেলে আপনারা (গণমাধ্যমকর্মীরা) দেখতে পাবেন কিভাবে বিগত সরকার নিরীহ মানুষকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করেছে।
সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তিনি বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে, উনারা প্রচুর শ্রম দিচ্ছেন।
বিআলো/শিলি