জুলাই বিপ্লবে সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে: প্রেসসচিব
dailybangla
16th Feb 2025 10:10 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই বিপ্লবে দেশের প্রত্যেকটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।
‘গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১-৩৬ জুলাই’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই’ নামে একটি সংগঠন।
সভায় বক্তারা, জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন সংবাদ মাধ্যমের ভূমিকার সমালোচনা করেন।
সভায় শফিকুল আলম বলেছেন, গণমাধ্যম যাতে ফ্যাসিবাদের পক্ষে কাজ করতে না পারে তা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, সাংবাদিকতা এমন হতে হবে যা যেকোনো সরকারের গঠনমূলক যৌক্তিক সমালোচনা করবে। প্রয়োজনে কাঠগড়ায় দাঁড় করাবে সরকারসহ যেকোনো ক্ষমতাসীনকে।
বিআলো/শিলি