জেলের জালে ৪০০ কেজি ওজনের তলোয়ার মাছ
dailybangla
25th Apr 2024 11:39 am | অনলাইন সংস্করণ
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফস্হ বঙ্গোপসাগরে জেলের জালে আটকা পড়ল ৪০০ (চারশ) কেজি ওজনের বিরল প্রজাতির ১ টি ‘তলোয়ার মাছ’।
বুধবার (২৪ এপ্রিল) সকালের দিকে টেকনাফের বাহারছড়া ইউপির শামলাপুর পুরানপাড়া ঘাটে মাছটির দেখা মিলে।
স্হানীয় বাজারে ধলামিয়া নামে এক আড়তদার মাছটি ৮০ হাজার টাকায় একদরে কিনে নেয়।
ধলামিয়া জানান, বুধবার সকালে স্থানীয় জেলে আবু তৈয়বের জালে বঙ্গোপসাগরে ধরা দেয় তলোয়ার। মাছটির ওজন প্রায় ৪০০ কেজি, যার দৈর্ঘ্য প্রায় ২৫ ফুট। মাছটি কেটে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হবে। মাছটি আকারে বড় হওয়ায় খেতে বেশ সুস্বাদু।
জেলেরা জানায়, অতীতে মাঝে-মাঝে এই প্রজাতির মাছ ধরা পড়লেও এইবারে এত বড় মাছ জালে উঠায় মহাখুশি আমরা।
বিআলো/শিলি