ঝালকাঠিতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহরে এ আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেবা আমিনা আল গাজী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
এছাড়া বক্তব্য দেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাছিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান ও সাধারণ সম্পাদক খোকন মল্লিক, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মুবিন এবং সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা অ্যাডভোকেট আবদুর রহিম।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিছুর রহমান খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল, কৃষক দলের সভাপতি তকদির হোসেন, সাধারণ সম্পাদক নান্না খলিফা, শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, তাতী দলের সভাপতি বাচ্চু হাসান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাদশা মিয়া, মৎস্যজীবী দলের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান, সাধারণ সম্পাদক সরদার শহীদুল্লাহ, জাসাস সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক বাদল বিশ্বাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।
বক্তারা বলেন, “৭ নভেম্বর হচ্ছে নৈরাজ্য ও দুঃশাসনের অবসান ঘটিয়ে জাতির নবযাত্রার সূচনাদিবস। এ দিনে সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন।”
নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ঘোষণা দেন—আগামী নির্বাচনে কোনো ‘হাইব্রিড প্রার্থী’ মেনে নেওয়া হবে না।
বিআলো/ইমরান



