ঝালকাঠিতে কটূক্তি করায় কর্মচারী বরখাস্ত
ঝালকাঠি প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এস এম মনিরুজ্জামান ওরফে শেখ মনিরকে সাময়িক রবখাস্ত করা হয়েছে।
সোমবার রতে মনিরকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সি এ) পদে দায়িত্ব পালন করছিলেন শেখ মনির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি জাতীয় দৈনিকে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের সংবাদের ফেসবুক পোস্টে কটুক্তি করেন সরকারি কর্মচারী শেখ মনির।
ওই পোষ্টের কমেন্টে তিনি লেখেন, আগে জেলে যাবার সম্ভাবনা ছিল। এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)’। জেলা প্রশাসক আশরাফুর রহমান বিষয়টি জেনে শেখ মনিরকে ডেকে জানতে চান তিনি দোষ স্বীকার করেন বলে নিশ্চিত করেছে দায়িত্বশীল একটি সূত্র। পরে সন্ধ্যায় তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
বিআলো/তুরাগ