ঝালকাঠিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: ঝালকাঠি শহরের বিভিন্ন খুচরা ও পাইকারী দোকানে এবং উপজেলার কীর্ত্তিপাশা বাজারে অভিযান করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স।
আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. শিব্বির আহমেদ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম, আলু, পেঁয়াজ, চাল, ডাল, মুরগি ও সবজি বিক্রি ও ক্রয়ের রসিদ সংরক্ষণ না করায় এবং ধার্যমূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন দোকানে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. শিব্বির আহমেদ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা এই অভিযান পরিচালনা করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।
বিক্রেতাদেরকে বলেন, মূল্যতালিকা প্রদর্শন করে সঠিক ওজনে পণ্য বিক্রয় করার জন্য। অভিযানে আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, কৃষি বিপণন কর্মকর্তা, প্রাণীসম্পদ কর্মকর্তা ও পুলিশ সদস্য এবং সাংবাদিকরা।
বিআলো/তুরাগ