ঝালকাঠিতে পালিত হলো প্রতীকী ম্যারাথন
মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ ঝালকাঠিতে পালিত হলো গণঅভ্যুত্থান দিবস – ২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতার। আজ শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকাল ৭ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই অনুস্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আয়োজন উদ্বোধন করেন ঝালকাঠি জেলার জেলা প্রশাসক (যুগ্মসচিব) জনাব আশরাফুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জেন ঝালকাঠি জনাব ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব কাওছার হোসেন, সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিগণ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ইমরান/বি আলো