ঝালকাঠিতে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পালিত
মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ “এসো বৈশাখ, আমার শিরায় শিরায় জ্বালো আগুন! এমন আগুন, যা সব জীর্ণতা পোড়ায়, যা ধ্বংসের মধ্যে সৃষ্টি গড়ে, যা বেদনার ছাই থেকে নতুন স্বপ্ন জাগায়!”
আজ, ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, ঝালকাঠি’র উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
নববর্ষের শুভ সূচনার এই আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শিশু পার্ক, ঝালকাঠি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব), ঝালকাঠি জনাব আশরাফুর রহমান এঁর নেতৃত্বে এ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এতে আরো অংশগ্রহণ করেন জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং সর্বস্তরের উৎসবপ্রেমী মানুষ।
বাংলা সংস্কৃতি ও অসাম্প্রদায়িক ভাবধারার ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এই শোভাযাত্রা নববর্ষ উদযাপনে উৎসবের এক অনন্য মাত্রা যোগ করে।
বিআলো/তুরাগ



