ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টায় শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আকবর আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল এবং সদস্যসচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারকে হটাতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। মামলা-হামলা, গুম ও খুনের শিকার হতে হয়েছে অনেককে। এখন একটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, যা বিএনপিকে দুর্বল করার অপচেষ্টা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা আকবর আহম্মেদ বলেন, ঝালকাঠির প্রতিটি স্বেচ্ছাসেবক দলের কর্মীর উদ্দেশ্যে বলতে চাই-যদি কোনো কর্মী চাঁদাবাজির মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। এ বিষয়ে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।
সমাবেশ শেষে নেতারা অবিলম্বে ষড়যন্ত্র বন্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে বাধা না দেওয়ার আহ্বান জানান।
বিআলো/এফএইচএস