ঝালকাঠির নলছিটির দপদপিয়া ইউনিয়ন ডিগ্রী কলেজের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ রাশেদ খান মিঠু, (নলছিটি) ঝালকাঠি: ঝালকাঠির নলছিটির দপদপিয়া ইউনিয়ন ডিগ্রী কলেজের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতি সন্ধ্যা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ই এপ্রিল) দুপুরে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রী কলেজ অডিটোরিয়াম সভা অনুষ্ঠিত হয়। দপদপিয়া ইউনিয়ন ডিগ্রী কলেজের আয়োজনে দপদপিয়া ইউনিয়ান বিএনপির সাধারণ সম্পাদ ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম রিমন এর সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী বারের সভাপতি মোঃ শাহাদাত হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ মোঃ সেলিম গাজী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,মোঃ মাসুম শরীফ,দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল আহসান নান্টু মল্লিক, দপদপিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, মোঃ খান সাদ্দাম সহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ও দপদপিয়া ইউনিয়ন ডিগ্রী কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।
বিআলো/তুরাগ