ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির বিশেষ সম্মাননা পেলেন বিএনপির সদস্য সচিব অ্যাড. শাহাদাৎ হোসেন
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি : ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তার দীর্ঘদিনের পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০০১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা দীর্ঘ ২৫ বছর ধরে তিনি ঝালকাঠি জেলায় একজন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ আইনজীবী হিসেবে পরিচিত মুখ।
বিশেষ করে দেওয়ানী মোকদ্দমা পরিচালনায় তার পেশাগত দক্ষতা ও সাফল্যের জন্য তিনি জেলা আইনজীবী সমিতিতে ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকার করে আসছেন। যা তাকে সহকর্মী ও বিচারপ্রার্থীদের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে। বর্তমানে তিনি ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক প্রজ্ঞা ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আইন পেশার পাশাপাশি তিনি রাজনীতিতেও একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। সুনামের সঙ্গে তিনি ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছেন।
বিআলো/আমিনা



