ঝুট ব্যবসার অদৃশ্য জগত নিয়ে আসছে ইফফাত জাহান মমের সিনেমা ‘কাট-পিস
‘মুনতাসীর’ নির্মাতার নতুন গল্প: অ্যাকশন ও বাস্তবতার মেলবন্ধনে ‘কাট-পিস’
হৃদয় খান: ঢাকার অদৃশ্য অথচ বিশাল অর্থনীতির জগত ঝুট ব্যবসা এবার নতুন চলচ্চিত্র “কাট-পিস”-এ জীবন্ত হবে। পরিচালক ইফফাত জাহান মম তৈরি করেছেন এই মৌলিক অ্যাকশনধর্মী গল্প, যেখানে দখল, নিয়ন্ত্রণ, ক্ষমতা ও সংঘাতের নীরব লড়াই সিনেম্যাটিক ভাষায় তুলে ধরা হয়েছে।
গার্মেন্টস কারখানার পরিত্যক্ত কাপড়, সুতা ও বর্জ্য ঘিরে গড়ে ওঠা ঝুট ব্যবসা বাইরের কাছে সাধারণ মনে হলেও এর ভেতরে রয়েছে কঠোর নিয়ম, শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রতিদিনের দ্বন্দ্ব। স্থানীয়ভাবে এই ব্যবসাকে “কাট-পিস” বলে ডাকা হয়, এবং এখান থেকেই সিনেমার নাম এসেছে।
পরিচালক ইফফাত জাহান মম বলেন, “ঝুট ব্যবসা অনেকের কাছে ছোট বা গুরুত্বহীন মনে হলেও ভেতরে এটি একটি পূর্ণাঙ্গ জগত। এখানকার ক্ষমতার কাঠামো ও সংঘাত আমাকে গভীরভাবে টেনে এনেছে, আর সেখান থেকেই ‘কাট-পিস’-এর গল্পের জন্ম।”
চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, খলচরিত্রে রয়েছেন ইমরান আহমেদ সওদাগর। নারী প্রধান চরিত্রে দেখা যাবে নানজীবা তোরসা। এছাড়া এলিনা শাম্মী, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, শাহজাদা সম্রাট ও সামি দোহা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
নির্মাতা জানায়, ছবির অ্যাকশন দৃশ্যগুলোতে কোনো বডি ডাবল বা ডামি ব্যবহার করা হয়নি। ঝুট ব্যবসার রুক্ষ বাস্তবতা যথাযথভাবে তুলে ধরতে শুটিং হয়েছে বাস্তব ঝুট গুদাম ও লোকেশনে। গত মাসে টানা ১১ দিনের শিডিউলে শুটিং সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, “কাট-পিস” আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বিআলো/তুরাগ



