• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুনে দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস 

     dailybangla 
    23rd Sep 2025 10:16 pm  |  অনলাইন সংস্করণ

    জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

    আজ সকালে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, দুর্ঘটনায় আহত চারজন ফায়ার ফাইটার এখানে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আল্লাহর রহমতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এমনটাই আমাদের প্রার্থনা।

    উপদেষ্টা জানান, দগ্ধ ফায়ার কর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক এবং বার্ন ইনস্টিটিউটের পরিচালককে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আহতদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি করা যাবে না। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতকরণে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে।

    জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন এ সময় বলেন, দগ্ধ রোগীদের চিকিৎসায় একটি বিশেষ মনিটরিং টিম সবসময় কাজ করবে। তিনি যোগ করেন, চিকিৎসা হবে সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে। আবেগ নয়, রোগীর অবস্থার ওপর ভিত্তি করেই সব সিদ্ধান্ত নেয়া হবে। রোগীদের সুচিকিৎসায় যা যা করা প্রয়োজন তার সবই করা হবে।

    ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি সহ বার্ন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

    বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফায়ার কর্মীরা হলেন— খন্দকার জান্নাতুল নাঈম, ওয়্যারহাউজ ইন্সপেক্টর (৪২% দগ্ধ), শামীম আহমেদ, ফায়ার ফাইটার (১০০% দগ্ধ), মোঃ নূরুল হুদা, ফায়ার ফাইটার (১০০% দগ্ধ) এবং মোঃ জয় হাসান, ফায়ার ফাইটার (৫% দগ্ধ)।

    এছাড়া কেমিক্যাল গোডাউনের কর্মচারী আল আমিন বাবু (৯৫% দগ্ধ) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    উল্লেখ্য, গতকাল (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় চার ফায়ার কর্মীসহ পাঁচজন গুরুতর দগ্ধ হন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031