টঙ্গীতে হাত-পা বাঁধা অবস্থায় প্রতিবন্ধী মরদেহ উদ্ধার
কানিজ ফাতেমা তৃনা: গাজীপুরের টঙ্গীতে সমাজকল্যাণ অধিদপ্তরের এক তৃতীয় শ্রেণির কর্মচারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম লিখন আক্তার (২৫)। তিনি শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিলেন এবং কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১৯ মে) ভোররাত ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে টঙ্গী পূর্ব থানাধীন গাজী বাড়ি পুকুরপাড় এলাকার একটি ভবনের ৩য় তলায় এ হত্যাকাণ্ড ঘটে। ভবনের সিঁড়ির পাশে ৫ নম্বর রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম লিখন আক্তার ওই ভবনের ভাড়াটিয়া হিসেবে একা বসবাস করতেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় পায়, যা বাইরে থেকে বন্ধ করা ছিল।
টঙ্গী পূর্ব থানার এসআই আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, লিখন আক্তারকে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
ঘটনার বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম (ওসি) বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আমরা বিভিন্ন ক্লু সংগ্রহ করছি। দ্রুতই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
বিআলো/তুরাগ