টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি কামু বাহিনীর প্রধান ডিবির হাতে গ্রেফতার
মোঃ আনোয়ার হোসেন: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানাসহ আশপাশের এলাকায় অপরাধ জগতের নিয়ন্ত্রণকারী হিসেবে পরিচিত কামু বাহিনীর প্রধান কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
সোমবার ভোর চারটার দিকে গাজীপুরের জয়দেবপুর থানার শিরিরচালা এলাকার সাবাহ গার্ডেন নামক একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কামরুল ইসলাম কামু টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি টঙ্গীর এরশাদ নগর বস্তি এলাকার ৪ নম্বর ব্লকের তমিজ উদ্দিনের ছেলে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ২৪ মামলার আসামী কামরুল ইসলাম ওরফে কামু টঙ্গীতে ফিরেই তিনি টঙ্গীর বিভিন্ন এলাকায় অপরাধ জগতের নিয়ন্ত্রণে নেন। নিজ নামেই গড়ে তোলেন সন্ত্রাসী ‘কামু বাহিনী’। এলাকার বাসিন্দাদের কাছে আতঙ্ক ছিল কামু। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় অবৈধ অস্ত্র বেচাকেনা করায় ৩টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি, বিস্ফোরক দ্রব্য আইনে ২টি, জোড়া হত্যা মামলাসহ ৩টি হত্যা মামলা, চাঁদাবাজি ঘটনায় একটি ও সরকারি সম্পত্তি দখলের অভিযোগে একটি ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে ৩টি মামলাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে।
সোমবার(০২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি দক্ষিণ)পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আকবর আলী প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেফতার কৃত আসামী কামরুলের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরকদ্রব্যসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সার্বিক দিক নির্দেশনায়, ডিবি দক্ষিণের উপ- পুলিশ কমিশনারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ধৃত আসামীকে দন্ডবিধির ৩২৩/৩০৭/৩৮৫/৩৮০/১০৯ তৎসহ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে টঙ্গী পূর্ব থানার ৩৩(১১)২৪ নং মামলায় এবং দন্ডবিধির ৩৪২/৩৬৫/৩৮৫/৩৮৬/১০৯/৩৪ ধারার ২০(১১)২০২৪ নং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।
বিআলো/তুরাগ