• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    টাঙ্গাইলে ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার 

     dailybangla 
    05th Jan 2025 12:49 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা শনিবার (৪ জানুয়ারী) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল শেষে শ্রদ্ধা নিবেদন করে পালিয়ে যান।

    পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত দুজন হলেন পৌরসভার ৯নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি আশিক হাসান মুন্না ও যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত।

    জানা যায়, শনিবারে (৪জানুয়ারী) সকালে শহরের মেইনরোড অবস্থিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের অফিসের সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

    স্থানীয় কয়েকজন জানায়,ভোর সকালে হঠাৎ করেই বড় মসজিদ রোড থেকে একদল লোকজন একটি ঝটিকা মিছিল নিয়ে আওয়ামী লীগের অফিসের দিকে যায়, পরে সেখানে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এদিক সেদিক চলে যায়।

    সেসময়ে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর ছাত্রলীগের আহবায়ক ওয়ারেছুল হক তানজীলসহ শহর ও সদর উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা।

    এ বিষয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন বলেন, ছাত্রলীগ সন্ত্রাসী দল হিসাবে আখ্যায়িত হয়েছে। সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগ আজকে ফুল দিয়েছে। এটি সরকারের কঠোর নজরদারিতে রাখা উচিত ছিল।

    তাই সরকারের উচিত এই নিষিদ্ধ দলের সন্ত্রাসীরা যে যেখানেই লুকিয়ে থাকুক তাদের প্রত্যেককেই দ্রুত গ্রেপ্তার করা উচিত। তা না হলে এটার দায় ভার সরকারকে নিতে হবে।

    বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, খবর পেয়ে পুরো শহরে টহল দেয়া হয়েছে। তবে সংগঠনের কাউকেই পাওয়া যায়নি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031