• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা: সুনামগঞ্জ জেলা প্রশাসন 

     dailybangla 
    23rd Jun 2025 2:35 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাওরের ওয়াচ-টাওয়ার ও এর আশপাশে পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    রোববার (২২ জুন) রাতে জেলা প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওরের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

    নির্দেশনা জারি করেছেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম। পাশাপাশি জেলার অন্যান্য পর্যটন এলাকায় ভ্রমণের সময়ও জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।

    এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদ ও স্থানীয় সচেতন মহল। তাদের মতে, বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরে জলজ প্রাণী ও পাখির প্রজননকাল থাকে। এ সময় অতিরিক্ত নৌযান চলাচল পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তাই প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মনে করছেন তারা।

    পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা বলেন, “টাঙ্গুয়ার হাওর একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানে পর্যটন অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। গত ২০ বছরে হাওরের ৭০ শতাংশ জীববৈচিত্র্য হারিয়ে গেছে। যদিও এ নিয়ে সুনির্দিষ্ট গবেষণা নেই। আমরা চাই, সরকার এই বিষয়ে গবেষণা করুক এবং টাঙ্গুয়ার হাওরের সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করুক।”

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930