টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে এ.এস ওয়ারিয়র্স
ইবনে ফরহাদ তুরাগঃ মাল্টিমিডিয়া জার্নালিষ্ট ক্রিকেট লীগ-২০২৪ (সিজন-২) ফাইনালে টিকে থাকার লড়াইয়ে আজকের খেলায় নকআউট পর্বের ২য় সেমিফাইনাল ম্যাচে ‘পদ্মা ফাইটার্স’কে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেছে টিম ‘এ.এস ওয়ারিয়র্স’।
আজ ১৯ ডিসেম্বর (বৃহসপতিবার) সকাল ১১ টায় ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হল ক্রিকেট গ্রাউন্ড মাঠে দুই দলের মুখোমুখিতে ‘পদ্মা ফাইটার্স’এর বিপক্ষে টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমে এ.এস ওয়ারিয়র্স বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১০৫ রান করতে সক্ষম হয় কন্টেন্ট কিংস’।
জবাবে ১০৬ রানের টার্গেট-এ ব্যাটিং করতে নেমে ‘এ.এস ওয়ারিয়র্স’ শুরু থেকেই আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। উত্তেজনাকর এই ম্যাচে অলরাউন্ডার রানা’র ১২ বলে ৪৫ রানের অপরাজিত মারমুখি ব্যাটিং-এ ১০ বল বাকি থাকতেই ৮ ওভার ২ বলে ১০৬ রান করে জয় নিশ্চিত করে এ.এস ওয়ারিয়র্স।
আজ ১৯ ডিসেম্বর (দুপুর ২ টায়) টুর্নামেন্টের ফাইনাল খেলায় ‘কন্টেন্ট কিংস’ এর এর মুখোমুখি হবে এ.এস ওয়ারিয়র্স।
প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর-২০২৪ থেকে ৩ দিন ব্যাপি মাঠে গড়িয়েছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লীগ-২০২৪ (সিজন ২)। এবারের আসরে দুই গ্রুপে মোট ৮টি দল অংশ নিয়েছে। দুই দিনের রাউন্ড টেবিল খেলায় ইতিমধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এ.এস ওয়ারিয়র্স ও কন্টেন্ট কিংস তাদের ফাইনাল খেলা নিশ্চিত করেছে। কিছুক্ষন পর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের টুর্নামেন্টের ২য় আসর। একইসঙ্গে আজ টুর্নামেন্টে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হবে।
বিআলো/নিউজ