টানা বিক্ষোভে পদত্যাগ করল বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন
dailybangla
12th Dec 2025 3:41 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: দুর্নীতি দমন ব্যর্থতার অভিযোগে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ তার সরকারের পদত্যাগ ঘোষণা করেছেন।
রাজধানী সোফিয়া থেকে শুরু করে কৃষ্ণসাগর উপকূল পর্যন্ত হাজার হাজার মানুষ টানা কয়েকদিন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
বাজেট পরিকল্পনায় কর বৃদ্ধি ও সামাজিক খাতে চাপ বাড়ানোর প্রস্তাব আন্দোলনকে আরও তীব্র করে তোলে।
ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে রক্ষণশীল রোসেনের সরকার পদত্যাগে বাধ্য হলো। বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটিতে গত কয়েক বছরে একাধিকবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিআলো/শিলি



