টিআইবির চেয়ারপার্সন মনসুর আহমেদ চৌধুরীর কর্মময় জীবনের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক : ইয়েল পাঠচক্রের আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র চেয়ারপার্সন মনসুর আহমেদ চৌধুরীর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র চেয়ারপার্সন মনসুর আহমেদ চৌধুরী।
তিনি সমাজের নানা শ্রেণী, পেশার মানুষের আলোচনা মনোযোগ সহকারে শুনেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইয়েল সোসাইটির উপদেষ্টা, বিপ্লবী বার্তার সম্পাদক ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের সভাপতি বাদল চৌধুরী, ইয়েল সোসাইটির সিনিয়র সহসভাপতি প্রফেসর ডক্টর শহীদ মনজু, ইয়েল সোসাইটির সহসভাপতি এস এম কিবরিয়া দিপু।
বক্তারা বলেন, মনসুর আহমেদ চৌধুরী একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও থেমে নেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী মাস্টার্স উত্তীর্ণ ব্যক্তি। তারা বলেন, তিনি জাতিসংঘের মানবাধিকার ও প্রতিবন্ধী সংস্থার বিপুল ভোটে নির্বাচিত বাংলাদেশের সদস্য ছিলেন।
তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন। তারা আরো বলেন, তিনি বহু হাসপাতাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়েল সোসাইটির সভাপতি ড. জহির বিশ্বাস। উপস্থাপনা করেন ইয়েল সোসাইটির যুগ্ম সচিব কবি জান্নাতুল আরা ইফা।
বিআলো/আমিনা



