টেক্সটাইল টুডে সাংবাদিক ও ফটো সাংবাদিকদের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক, সাভারঃ টেক্সটাইল টুডের এক প্রতিবেদক এবং দুই ফটো সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আশুলিয়া, সাভার ও গাজীপুর এলাকায় কয়েকদিন ধরে চলমান বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের নামে চলমান আন্দোলনের খবর সংগ্রহের সময় এই হামলার শিকার হন তারা।
গত সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার টেক্সটাউন গ্রুপের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় টেক্সটাইল টুডের তিন সাংবাদিক আহত হয়েছেন। তারা হলেন প্রতিবেদক এম এ মোহাইমিন তানিম এবং ফটো সাংবাদিক ইমন পাটোয়ারী ও আশরাফুল আলম। এদের মধ্যে ইমন পাটোয়ারী গুরুতর আহত হয়েছেন।
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের নামে বিভিন্ন দাবিতে কিছু কিছু জায়গায় শ্রমিক আন্দোলন চলছে। যা বাংলাদেশের পোশাক খাতকে অস্থিতিশীল করতে পারে। দেশের পোশাক শিল্পের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টেক্সটাইল টুডের একটি অনুসন্ধানী দল সকালে সঠিক তথ্য সংগ্রহের জন্য আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকা পরিদর্শন করছিল। তারা জানতে পারেন, আশুলিয়ার টেক্সটাউন গার্মেন্টসের সামনে একদল শ্রমিক বিক্ষোভ করছে।
খবর পেয়ে আন্দোলনের কারণ জানতে গেলে আন্দোলনকারীরা তাদের ওপর হামলা চালায়। তাদের ক্যামেরা ছিনতাই করে ভেঙে ফেলা হয় এবং একজনকে কারখানার ভেতরে নিয়ে গিয়ে মারধর ও লাঞ্ছিত করা হয়। এ ঘটনার পর আহত সাংবাদিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
টেক্সটাইল টুডে এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং সরকারের কাছে দ্রুত সঠিক তদন্ত ও বিচারের দাবি করছে। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং টেক্সটাইল টুডে দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের একটি অগ্রগামী মিডিয়া প্ল্যাটফর্ম। টেক্সটাইল টুডে সবসময়ই বাংলাদেশের পোশাক শিল্পের একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ। এটি তার লেখনির মাধ্যমে দেশের পোশাক শিল্পকে বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করে এবং এর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সঠিক তথ্যের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত।
বিআলো/তুরাগ