• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    টেন্ডার বাক্সের লুটের ঘটনায় থানায় মামলা: আসামি অজ্ঞাত! 

     dailybangla 
    04th Feb 2025 6:56 pm  |  অনলাইন সংস্করণ

    নজরুল ইসলাম জুলু: রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ফাঁকা গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে টেন্ডার বাক্সের দরপত্র লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে।

    ঘটনার পর সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতেই পবা উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা কায়সারুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

    তবে দিন-দুপুরে ঘটনা ঘটলেও মামলার এজাহারে আসামির নাম নেই।

    ইউএনও আরাফাত আমান আজিজ জানিয়েছেন, তারা আসামিদের চেনেন না। তাই মামলার এজাহারে কারো নাম দেওয়া যায়নি। তবে সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করবে। এছাড়া পুলিশ তদন্তে পুরো ঘটনা বেরিয়ে আসবে। আর এ ঘটনায় টেন্ডার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না। কারণ হাট-বাজার ইজারার জন্য পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করে আবারও দরপত্র আহ্বান ও জমা নেওয়া হবে।

    রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন জানান, পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তাই শিগগিরই অপরাধীদের শনাক্ত করা যাবে। আর তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরকেই আইনের আওতায় নেওয়া হবে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728