টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক
dailybangla
29th Dec 2025 2:22 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: অ্যাশেজ সিরিজের ফল নির্ধারিত হয়ে গেলেও ২০২৫ সালটি টেস্ট ক্রিকেটে মিচেল স্টার্কের জন্য হয়ে থাকল বিশেষ স্মরণীয়। চলতি পঞ্জিকাবর্ষে টেস্টে সর্বনিম্ন স্ট্রাইকরেটে ৫৫ উইকেট নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এই অস্ট্রেলিয়ান পেসার।
স্টার্ক ১১টি টেস্টে ৫৫ উইকেট শিকার করেছেন ২৮.৩ স্ট্রাইকরেটে। এর আগে ১৯৯৩ সালে পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস ৫৫ উইকেট নিয়ে ২৯.৫ স্ট্রাইকরেটের রেকর্ড গড়েছিলেন।
যদিও এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় স্টার্ক শীর্ষে নন, সেই তালিকায় শীর্ষে আছেন শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন তবুও কার্যকারিতার দিক থেকে ২০২৫ সালটি স্টার্কের ক্যারিয়ারের অন্যতম সেরা বছর হিসেবে বিবেচিত হচ্ছে।
বিআলো/শিলি



