ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সমালোচনামূলক মন্তব্যের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়ে পিটিশন জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে জারি করা রুলের পরিপ্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।
আজ বুধবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ফজলুর রহমান আনুষ্ঠানিকভাবে পিটিশন দাখিল করে ভুল স্বীকার করেছেন।
গত ৩০ নভেম্বর ট্রাইব্যুনালের বিচারকার্য নিয়ে মন্তব্য করায় তাকে শোকজ করা হয় এবং আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
শুনানিতে ট্রাইব্যুনাল তার আইনজীবী পরিচয়, প্র্যাকটিসের অভিজ্ঞতা ও মন্তব্যের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তোলে।
প্রসিকিউশন জানায়, তিনি বলেছিলেন- “ট্রাইব্যুনালের রায় মানেন না এবং অভ্যন্তরীণ সমঝোতার মাধ্যমে বিচার চলছে।”
এ ঘটনায় ট্রাইব্যুনাল কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে নির্দেশ দেয়। ফজলুর রহমান বর্তমানে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীও।
বিআলো/শিলি



