ট্রান্সকম বেভারেজেসের জন্য নতুন এসএমই ক্রেডিট কার্ড চালু
নিজস্ব প্রতিবেদক: মাস্টারকার্ড, সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং এসএসএল কমার্জ যৌথভাবে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের জন্য বিশেষভাবে ডিজাইন করা কো-ব্র্যান্ডেড এসএমই ক্রেডিট কার্ড চালু করেছে। এটি ডিস্ট্রিবিউটরদের জন্য নির্বিঘ্ন, নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং গ্লোবাল অ্যাকসেসের সুবিধা নিশ্চিত করবে।
নতুন কার্ডের মাধ্যমে ডিস্ট্রিবিউটররা সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত বিনা সুদে ক্রেডিট সুবিধা পাবেন, যা তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করে ব্যবসার কার্যক্রমকে আরও গতিশীল করবে। নিরাপদ ক্রেডিট ব্যবহারের নীতিমালা আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সহায়ক হবে।
সাউথইস্ট ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম বলেন, “পেপসিকো ডিস্ট্রিবিউটরদের জন্য এই কার্ড আর্থিক ব্যবস্থাপনাকে সহজ করবে এবং ডিজিটাল পেমেন্ট গ্রহণকে আরও উৎসাহিত করবে।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “ক্ষুদ্র ব্যবসাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা একটি সংযুক্ত, আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলছি।”
পেপসিকো বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর প্রণব মেহতা যোগ করেন, “এই কো-ব্র্যান্ডেড কার্ড ডিস্ট্রিবিউটরদের জন্য আধুনিক ও সহজলভ্য ডিজিটাল আর্থিক সমাধান নিশ্চিত করবে।”
এসএসএল কমার্জের ম্যানেজিং ডাইরেক্টর সাইফুল ইসলাম বলেন, “আমাদের ডিজিটাল পেমেন্ট অবকাঠামো এই কার্ডকে আরও কার্যকর করবে এবং ডিস্ট্রিবিউটরদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক, মাস্টারকার্ড, পেপসিকো এবং এসএসএল কমার্জের সিনিয়র কর্মকর্তারা, যার মধ্যে ছিলেন মো. মাহবুব আলম, গৌতম আগারওয়াল, সৈয়দ মোহাম্মদ কামাল, প্রণব মেহতা, মুনীশ ধাওয়ান, সাইফুল ইসলাম, জাকিয়া সুলতানা এবং জুবায়ের হোসেন।
বিআলো/তুরাগ



