ট্রাফিক নিয়ন্ত্রণে সচেতনতার অভাব: উপদেষ্টা আসিফ
dailybangla
09th Oct 2024 1:06 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের থাকার চেয়ে ট্রাফিক মেনে চলার যে সচেতনতা তা সব থেকে বড় বিষয়।
আজ বুধবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের এনএসসি মিলনায়তনে ‘ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে ট্রাফিক পুলিশের সংখ্যা খুবই কম। সেখানে মানুষ ট্রাফিক লাইট দেখে নিয়মকানুন মেনে চলে। আমাদের সচেতনতার অভাব থাকায় ট্রাফিক পুলিশ বেশিও রাখা হলেও ট্রাফিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ট্রাফিক সচেতনতা সমাজে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে বলেও জানান তিনি।
বিআলো/শিলি