ট্রাব আজীবন সম্মাননায় বশির আহমেদ, সৈয়দ আব্দুল হাদী ও জুয়েল আইচ
সালাম মাহমুদ: টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে ৩৬তম ট্রাব বিজনেস, সিএসআর এন্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করবে।
অনুষ্ঠানে প্রয়াত সঙ্গীতশিল্পী বশির আহমেদকে মরনোত্তর সম্মাননা, বরেণ্য সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী এবং বরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।
প্রতিষ্ঠানটির এই আয়োজনের মাধ্যমে অর্থ, শিল্প, বাণিজ্য, চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত ও সাংবাদিকতা ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি জানানো হবে। অনুষ্ঠানের সঙ্গে থাকবে জমজমাট সাংস্কৃতিক আয়োজন।
প্রয়াত সঙ্গীতশিল্পী বশির আহমেদ
বশির আহমেদ ১৯৩৯ সালের ১৯ নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। দিল্লির এক পরিবারের সন্তান তিনি। কলকাতায় ওস্তাদ বেলায়েত হোসেন এবং মুম্বাইয়ে ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ থেকে তালিম গ্রহণ করেন। ১৯৬৪ সালে সপরিবারে ঢাকায় আসেন। ঢাকার আগেই উর্দু চলচ্চিত্রে গান শুরু করেছিলেন। তার কণ্ঠস্বরের মাধুর্য এবং রাগসংগীতে দক্ষতার কারণে তিনি দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী ছাপ রেখেছেন।
বশির আহমেদ ১৯৯৩ সালের চলচ্চিত্র ‘তালাশ’ এবং অন্যান্য বহু চলচ্চিত্রে গান করেছেন। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ গায়ক) এবং ২০০৫ সালে একুশে পদক লাভ করেন। তিনি ২০১৪ সালের ১৯ এপ্রিল ঢাকায় মারা যান।
বরেণ্য সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী
সৈয়দ আব্দুল হাদী ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই গানপ্রেমী হয়ে ওঠেন। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ বাংলা বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ছাত্রজীবন থেকেই চলচ্চিত্রে গান শুরু করেন। ১৯৬৪ সালে একক কণ্ঠে প্রথম বাংলা সিনেমায় গান করেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মানে ভূষিত হয়েছেন। দেশাত্মবোধক ও মনোগ্রাহী গানে তার বিশেষ অবদান আছে।
বরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচ
জুয়েল আইচের জন্ম বরিশালে হলেও বেড়ে ওঠেন পিরোজপুরের স্বরূপকাঠিতে। ছোটবেলা থেকেই যাদুতে আগ্রহ জন্মে এবং পরে বানারীপাড়া সার্কাস ও বিভিন্ন যাদুকরের কাছ থেকে প্রশিক্ষণ নেন। মঞ্চে প্রথম যাদু প্রদর্শন করেন ১৯৭২ সালে।
তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এবং একুশে পদক, বাংলাদেশ টেলিভিশন পুরস্কারসহ বহু আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। তার বিখ্যাত যাদুতে রয়েছে কাগজ থেকে ডলার তৈরি, চোখ বেঁধে গাড়ি চালানো, কাটা অঙ্গ-প্রত্যঙ্গ জোড়া লাগানো ইত্যাদি।
ট্রাবের এই আয়োজনের মাধ্যমে বাংলা শিল্প ও সংস্কৃতির অগ্রগামী এই তিনটি প্রতিভাকে বিশেষ সম্মাননা জানানো হচ্ছে, যা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।
বিআলো/তুরাগ



